Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২৪

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সিপিজিসিবিএল কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা ও প্রতিবেদন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সিপিজিসিবিএল কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা ও প্রতিবেদন (স্বাক্ষরিত) 

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সিপিজিসিবিএল এর কর্মপরিকল্পনাঃ

সিপিজিসিবিএল এ কর্মকর্তাগণের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাইজেশন, অটোমেশন, সেবা প্রদান পদ্ধতি সহজিকরণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হিসেবে নিম্নোক্ত কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছেঃ

ক্রম নং

গৃহীত/গৃহীতব্য উদ্যোগের নাম

উদ্যোগটির মাধ্যমে যে চ্যালেঞ্জ/সমস্যার সমাধান হবে

উদ্যোগটির উদ্দেশ্য/প্রত্যাশিত ফলাফল

উদ্যোগটির সাথে সংশ্লিষ্ট স্মার্ট বাংলাদেশের স্তম্ভ

একক

বাস্তবায়নের সময়কাল

স্মার্ট বাংলাদেশ বিষয়ে কর্মকর্তা/কর্মচারীগণের মধ্যে সম্যক ধারণা ও সচেতনতা তৈরির লক্ষ্যে সেমিনার আয়োজন।

কোম্পানির সকল স্তরে স্মার্ট বাংলাদেশ বিষয়ে সচেতনতার অভাব দুরীকরণ।

কোম্পানির সকল স্তরে স্মার্ট বাংলাদেশ বিষয়ে সচেতনতা তৈরি হবে।

স্মার্ট নাগরিক

%

৩০.০৬.২০২৫

4IR, Smart Office Management প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান

জনবলের দক্ষতা ঘাটতি লাঘব হবে।

প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।

স্মার্ট নাগরিক

%

৩০.০৬.২০২৬

রিমোট মনিটরিং এর মাধ্যমে মাতারবাড়ি ২*৬০০ মেঃওঃ আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন Parameter (যেমন: MW, MVar, Grid Frequency, Grid Voltage ইত্যাদি) পর্যবেক্ষণ

Apps-টি ব্যবহারের মাধ্যমে সরাসরি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ Data দেখা যাবে। ফলে বর্ণিত তথ্য পেতে Central Control Room (CCR)-এ ফোন করার প্রয়োজন হবেনা।

Apps-টি ব্যবহারে অনুমোদিত কর্মকর্তাগণ CCR-এর সাথে যোগাযোগ ছাড়াই প্রয়জনীয় Data যখন ইচ্ছা তখন Monitor করতে পারবে। 

স্মার্ট নাগরিক

তারিখ

৩০.০৬.২০২৭

Digital Permit to Work (PTW) System বাস্তবায়ন

• কাগজের ব্যবহার
• পূর্ববর্তী ডেটা রেকর্ড না থাকা
• একাধিক কর্মকর্তার স্বাক্ষর প্রয়োজন হওয়ায় তা হার্ডকপিতে গ্রহণ করায় সময় ক্ষেপণ হয়

• কাগজের ব্যবহার হ্রাস পাবে
• পূর্ববর্তী ডেটা রেকর্ড থাকবে
•কর্মকর্তাগণ নিজ ডেস্ক হতেই স্বাক্ষর প্রদাণ করতে পারবেন

• স্মার্ট নাগরিক
• স্মার্ট সরকার
• স্মার্ট সমাজ ব্যবস্থা

তারিখ

৩০.০৬.২০২৮

কোম্পানির আইটি সিস্টেমের সাইবার নিরাপত্তা অডিট সম্পন্ন করা এবং তদানুযায়ী আইটি সিস্টেমের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার কার্যক্রম।

কোম্পানির আইটি সিস্টেমের সাইবার নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি সমূহ দূরীভূত হবে।

সাইবার সিকিউরিটি নিশ্চিত করা।

স্মার্ট অর্থনীতি

স্মার্ট সরকার

 

তারিখ

৩০.০৬.২০৩০

Barcode System প্রবর্তনের মাধ্যমে স্টোরের বিভিন্ন মালামাল এর তথ্যাদি সংরক্ষণ

মজুদকৃত মালামাল সমূহের মধ্যে প্রয়োজনীয় মালামাল খুঁজে পাওয়া, অবস্থান জানা এবং মেরামতের রেকর্ড বের করা কষ্টসাধ্য

মালামাল সমূহের প্রয়োজনীয় তথ্যাদি সহজে খুঁজে পাওয়া যাবে

• স্মার্ট নাগরিক
• স্মার্ট সমাজ ব্যবস্থা
• স্মার্ট অর্থনীতি

তারিখ

৩০.০৬.২০৩১

Online Gate Pass চালুকরণ

Apps-টি ব্যবহারের মাধ্যমে অল্প সময়ের মধ্যে মালামাল entry/out করা যাবে। Paper –এর ব্যবহার হৃাস পাবে 

সময় ও কাগজ সাশ্রয় হবে। 

স্মার্ট নাগরিক 

তারিখ

৩০.০৬.২০৩৩

Development of Lesson Learned Repository System বাস্তবায়ন

ইতঃপূর্বে সম্পাদিত কারিগরি/বিশেষায়িত কাজের রেকর্ড না থাকা

দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে পূর্বের রেকর্ড দিকনির্দেশকের ভূমিকা পালন করবে।

স্মার্ট সমাজ

তারিখ

৩০.০৬.২০৩৫

Digital Notice Board বাস্তবায়ন

এই Notice Board-এর মাধ্যমে সহজেই বিদ্যুৎ কেন্দ্রর কর্মকর্তা/কর্মচারীগণ তথ্য পাবে।  

খুব সহজেই তথ্য জানতে পারবে। 

সময় বাঁচবে। 

কাগজের ব্যবহার হ্রাস পাবে 

স্মার্ট নাগরিক 

তারিখ

৩০.০৬.২০৩৬

১০

Trespassers Detection System বাস্তবায়ন

চুরির মত অপ্রত্যাশিত ঘটনা

অপ্রত্যাশিত ঘটনা হ্রাস পাবে

স্মার্ট সমাজ ব্যবস্থা

তারিখ

৩০.০৬.২০৩৮

১১

Drone based surveillance system at Matarbari Project area

বিদ্যুৎ লাইন চুরি বা অনধিকার প্রবেশের মত বিষয় সমাধান করা যাবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করা;

বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা যাবে

স্মার্ট সমাজ

তারিখ

৩০.০৬.২০৪০