Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ডিসেম্বর ২০২৪

চেয়ারম্যান

ড. মোহাম্মদ আবদুল মোমেন

momen

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন-এর জীবনালেখ্য

ব্যক্তিজীবন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, ০১ জানুয়ারি ১৯৫৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা জনাব এ এফ এম আবদুল মোতালেব এবং মাতা জাহানারা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তার সহধর্মিনী একজন চিকিৎসক।

শিক্ষাজীবন:

ড. মোহাম্মদ আবদুল মোমেন ঢাকা, ওয়েলস ও লন্ডনে পড়াশোনা করেন। শুরুতে তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। পরবর্তীতে আইনে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন:

ড. মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ায় যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরু্ত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। কর্মকালীন জীবনে ড. মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উপ-পরিচালক, কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় লিয়েনে দায়িত্ব পালন, পররাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব, দুই জন মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব, সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক-ঢাকা, পরিচালক-ভূমি রেকর্ড, অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা,  ঢাকা পরিবহণ সমন্বয় বোর্ড-এর নির্বাহী পরিচালক, চেয়ারম্যান-বিআরটিএ, বাংলাদেশ বিমানের এমডি ও সিইও হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, সিংগাপুর, মালয়শিয়া, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৭ আগস্ট ২০২৪ তারিখে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতিপূর্বক জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। ড. মোমেন ১৮ আগস্ট ২০২৪ তারিখ সিনিয়র সচিব পদে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগদান করেন।

 এছাড়াও বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর  পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।