Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০২৩

ইতঃপূর্বে উদ্ভাবিত/সহজিকৃত/ ডিজিটাইজকৃত সেবাসমূহের ডাটাবেজ (২য় ত্রৈমাসিক)

ক্রমিক নং ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা/আইডিয়ার নাম সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না সেবার লিংক মন্তব্য

সিপিজিসিবিএল এর ই-সার্ভিস সফটওয়্যার

সিপিজিসিবিএল এর জারিকৃত বিভিন্ন অফিস আদেশ ক্যাটাগরিভিত্তিক সংরক্ষণ, পুনরুদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম সম্পাদনের নিমিত্ত উক্ত ই-সার্ভিস সফটওয়্যার বাস্তবায়ন করা হয়। উক্ত সফটওয়্যারের মাধ্যমে সিপিজিসিবিএল এর কর্মকর্তা/কর্মচারীগণ সহজে অফিস আদেশ সংক্রান্ত প্রয়োজনীয় ফাইল খুজে পেতে ও ডাউনলোড করতে পারেন।

হ্যাঁ, বর্তমানে সেবাটি চালু আছে এবং সিপিজিসিবিএল এর কর্মকর্তা/কর্মচারীগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।

প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে

http://182.160.111.225:8080/

 

 

সিপিজিসিবিএল-এর অনলাইন ড্রাইভ

কোভিড-১৯ পরিস্থিতিতে প্রকল্পের নিরবিচ্ছিন্ন অগ্রগতি বজায় রাখার নিমিত্ত কর্মকর্তাগণের বাসস্থান থেকে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ফ্রি ক্লাউড (Google Drive, Dropbox etc.) এ সীমিত স্টোরেজ পাওয়া যায়, যা দিয়ে দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা দূরূহ হয়ে পড়ে। ক্লাউডের উক্ত সমস্যা নিরসনের পাশাপাশি বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে সিপিজিসিবিএল এর গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে অনলাইন ড্রাইভ বাস্তবায়ন করা হয়, যা দিয়ে সকল কর্মকর্তাগণকে ক্লাউডে ২০০ GB পর্যন্ত স্টোরেজ প্রদান করা সম্ভবপর হয়েছে।

উক্ত ড্রাইভ ব্যবহারে নিম্নোক্ত সুবিধাসমূহ পাওয়া যায়ঃ

  • অফিসের আন্তঃশাখা ফাইল শেয়ারিং সহজতর হয়েছে;
  • ক্লাউডে প্রয়োজনমাফিক স্টোরেজ প্রদান করা সম্ভব হয়েছে;
  • সকল শাখার জন্য প্রয়োজনীয় চুক্তি, নির্দেশিকা, প্রতিবেদন, সার্ভিস রুল, প্রয়োজনীয় সফটওয়্যার প্রভৃতি একটি কেন্দ্রে সন্নিবেশ ঘটিয়ে (ই-লাইব্রেরি) সকল কর্মকর্তার জন্য উন্মুক্ত করা হয়েছে;
  • পেপারলেস অফিস বাস্তবায়নে একধাপ এগিয়ে যাওয়া সম্ভবপর হয়েছে;
  • অন্যান্য ড্রাইভ (Google Drive, Dropbox etc.) এর উপর নির্ভরশীলতা কমেছে;
  • গুরুত্বপূর্ণ তথ্যাদি বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত হয়েছে;

হ্যাঁ, বর্তমানে চালু আছে

প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে

ftp://182.160.111.225/

 

 

সিপিজিসিবিএল-এর ডিজিটাল রিক্রুটমেন্ট পদ্ধতি

নিয়োগ প্রক্রিয়ায় গতিশীলতা আনয়নের জন্য ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইনে আবেদন গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়। ফলে সকল পদে আবেদনে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যায় এবং অধিক সংখ্যক আবেদন গৃহীত হয়, যা সিপিজিসিবিএল কে যোগ্যতর কর্মকর্তা বাছাইতে বিশেষ সহায়তা করা। উক্ত পদ্ধতি অবলম্বনে সময়, ব্যয়, যাতায়াত ও ভোগান্তি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

হ্যাঁ, বর্তমানে চালু আছে

প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে

http://cpgcbl.teletalk.com.bd/

 

 

সিপিজিসিবিএল এর Android Application

মোবাইল ফোন ব্যবহারকারীগণের আধিক্য বিবেচনায় সিপিজিসিবিএল এর তথ্য বাতায়নের একটি এন্ডরয়েড এপ চালু করা হয়। উক্ত কার্যক্রম বাস্তবায়নে এক ক্লিকেই সিপিজিসিবিএল এর তথ্য বাতায়নে প্রবেশ করা সম্ভব হয়। ফলে তথ্য প্রাপ্তি সহজতর হয়।

হ্যাঁ, বর্তমানে চালু আছে

প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে

https://cutt.ly/CVSzlAn

 

 

সিপিজিসিবিএল কর্পোরেট অফিসে Video Conferencing System স্থাপন

দেশি/বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এই কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ সভা, আলোচনা ও অন্যান্য কার্যক্রম স্বল্প আয়াসে বাস্তবায়ন সম্ভব হয়। এই ভিডিও কনফারেন্স সিস্টেম ব্যবহার করে বিদ্যুৎ বিভাগের সাথে মাসিক সমন্বয় সভা এবং জাপান/সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের আন্তর্জাতিক স্টেক হোল্ডারগনের সাথে সহজে আলোচনা সভা করা সম্ভব হয়েছে। উক্ত সিস্টেম ব্যবহারের ফলে সময় ও অর্থ সাশ্রয় হয়েছে এবং শ্রম ও জনবলের প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে।

হ্যাঁ, বর্তমানে চালু আছে

প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে

182.160.111.226

 

 

সেবা সহজিকরণঃ

ক্রমিক নং

ইতঃপূর্বে বাস্তবায়িত সহজিকৃত সেবার  নাম

সেবাটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ

সেবার লিংক

০১

ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জনগণের ক্ষতিপূরণ প্রদান পদ্ধতি সহজিকরণ

কার্যকর আছে এবং সহজিকৃত পদ্ধতিতে বাস্তবায়িত হচ্ছে।

সেবাটি ডিজিটাল নয় বিধায় ওয়েব লিংক দেয়া সম্ভব নয়।

০২

চিকিৎসা বিল পূনর্ভরণ প্রক্রিয়া সহজিকরণ

কার্যকর আছে এবং এবং সহজিকৃত পদ্ধতিতে বাস্তবায়িত হচ্ছে।

সেবাটি ডিজিটাল নয় বিধায় ওয়েব লিংক দেয়া সম্ভব নয়।

০৩

মাতারবাড়ি ২x৬০০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্রের ত্রিমাত্রিক মডেল

কার্যকর আছে

সেবাটি ডিজিটাল নয় বিধায় ওয়েব লিংক দেয়া সম্ভব নয়।